শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫
৯৯.০৬% পাস, ৬৬১ শিক্ষার্থীর জিপিএ ৫
দেশসেরা ফলাফল ধরে রাখল টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
মাজহারুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:১৭ পিএম
২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষস্থান ধরে রেখেছে টঙ্গীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা প্রকাশিত ফলাফলে দেখা গেছে- এ প্রতিষ্ঠান এবারও ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়, যার মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১,২৬০ জন উত্তীর্ণ হয়, ফলে পাসের হার দাঁড়ায় ৯৯.০৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে, যা আলিম স্তরে দেশের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত।

বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৫১৭ জন পাস করে এবং ৩৯০ জন সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পায়। অন্যদিকে, সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৪৩ জন উত্তীর্ণ হয় এবং ২৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

গত কয়েক বছর ধরেই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের আলিম পর্যায়ের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। ২০২৫ সালের ফলাফলেও সেই ধারাবাহিকতার প্রতিফলন ঘটেছে। আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়, নিবেদিত শিক্ষকবৃন্দের পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায় এ সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি গর্বিত। এই সাফল্য প্রমাণ করে-সুশৃঙ্খল পরিবেশ, আন্তরিক পরিশ্রম ও মানসম্পন্ন শিক্ষাপদ্ধতি থাকলে যেকোনো প্রতিষ্ঠান দেশসেরা হতে পারে।

তিনি আরও জানান, ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, প্রযুক্তি ও গবেষণায় আরও বেশি মনোযোগ দেবে।

বিশ্লেষকদের মতে, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং মাদরাসা শিক্ষার মানোন্নয়নের প্রতীক। আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এই মডেলটি বাংলাদেশের অন্যান্য মাদরাসার জন্যও দৃষ্টান্ত হতে পারে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের
ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো
এইচএসসিতে ফেল করায় কীটনাশক খেয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মদনে বিয়ে করে বন্ধুকে পাঠান বাসর ঘরে!
শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে বৃদ্ধ নিহত
ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft