শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫
পিরোজপুরে তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকারের গণপ্রদর্শনী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:৪১ পিএম
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে গত ০৬ অক্টোবর তারেক রহমানের দেয়া বিবিসি বাংলার সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা গেটের সামনে উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম শেখ,যুগ্ম আহবায়ক আসিব জামাল খান,যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার,যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সজল,যুগ্ম আহবায়ক আজিজুল হক নবীন,যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম রনি,যুগ্ম আহবায়ক মোঃএমাদুল খান,আহবায়ক কমিটির সদস্য মোঃ মোফাজ্জেল শেখ,মোঃ শামীম গাজী,সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রিয়াজ মাতুব্বর,সদস্য সচিব সাইদুল ইসলাম,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক রিয়াজ রায়হান,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক নাদিম মল্লিক,পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহসান দরানী,যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসাইন,যুগ্ম আহবায়ক মাহামুদ হাসান বাপ্পি,যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম,যুগ্ম আহবায়ক শেখ মতিন,পৌর সেচ্ছাসেবকদলের ১ নং সদস্য খায়রুল ইসলাম,সদস্য জুয়েল মোল্লা।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত সকল ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান মনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরে কোন গণমাধ্যমে আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারে বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কথা তিনি তুলে ধরেছেন, তার সেই সাক্ষাৎকার সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা এই আয়োজন করেছি,আজ থেকে লাগাতার আমাদের এই কার্যক্রম সারা জেলাব্যাপী প্রত্যেকটি উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ জনগণদের দেখানো হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিইপিজেডে আগুন, আশপাশের ভবনেও ছড়ানোর আশঙ্কা
জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা
শুক্রবার স্বাক্ষর হচ্ছে ৮৪ দফার জুলাই সনদ, থাকছে যা যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মদনে বিয়ে করে বন্ধুকে পাঠান বাসর ঘরে!
রাজধানীতে ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার
শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি : নাহিদ
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে বৃদ্ধ নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft