প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:০৭ পিএম

শিবির প্রকৃত দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলে। গত ১৫ বছর যারা দেশকে পরিচালনা করতো, তারা কথায় কথায় দেশপ্রেম, কথায় কথায় দেশপ্রেম চেতনার কার্ড ব্যবহার করতো।
এই চেতনাকে তারা বিজনেস হিসেবে গড়ে তুলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সত্যিকারের যে দেশপ্রেম প্রয়োজন তারা সেটি কখনো করতে পারেনি।
ছাত্রশিবির দেশপ্রেম ও নৈতিকতার সমন্বয় করতে চায়। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, জুলাই আগষ্ট আন্দোলনে আমরা যা পেয়েছি সবকিছুর মূল ভিত্তি ছিল সমাজ থেকে জুলুম ও নির্যাতনের মূল উৎপাটন করা। আমরা সেটি করতে চাই।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নারী ইস্যুতে ছাত্রশিবিরকে বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয় বাস্তবতা হচ্ছে ইসলাম যেটা বলে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেই ধর্মীয় অনুশাসন মেনে চলা।
ছাত্রশিবির শুধু এই কথাটাই বলে এটা বলা তো অন্যায় না। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একই কথা। কোন ধর্মই কাউকে অশ্লীল হতে বলে না। শিবির রগ কাঁটে এটা প্রপাগাণ্ডা, এটার সঙ্গে বাস্তবতার মিল নেই।
নবীন বরণ অনুষ্ঠাণে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মুনতাছির বিল্লাহ্, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক আল নোমান হোসেন নয়ন, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।
বক্তৃতা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় শিবির সভাপতি। এ সময় সংগঠণটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস