মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫
ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:৫৪ পিএম
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়। এ বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরো কিছু ঘটনা ঘটে। নির্বাচিত সরকারকে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। 

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, কতগুলো আইনি, কাঠামোগত ও পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত থাকবে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

গণভোটের ওপর সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়েছে, তার ফলে একটা গণভোট হবে। জনগণ সিদ্ধান্ত দিলে তা-ই চূড়ান্ত। গণভোটটা যেন পাস হয়, তার ওপর সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে।

বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার অনেক এগিয়ে যাবে। যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে, সেসব বিষয় জুলাই সনদে থাকবে। জনগণের মতামত নিয়েই সব কিছু বাস্তবায়িত হবে। জুলাই সনদ বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন গঠনের আগেই কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বাস করতে চাই, তারা নিরপেক্ষভাবে কমিশন গঠন করেছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
লড়াই করেও হেরে গেলো টাইগ্রেসরা
আম-ছালা দুইটাই হারানোর ভয় জামায়াতের
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা
১২ দিনে প্রবাসী আয় এসেছে ১১৮ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা
বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে, শহীদ মিনারে অবস্থান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft