
বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সরকারি কর্মচারীদের তৃনমূলের মানুষের সেবা করার সুযোগ বেশী থাকে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তিনি গতকাল শনিবার দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত সরকারি কর্মচারী কল্যান পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, বিগত দিনে আমরা দেখেছি, যারা নির্বাচনে প্র্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ছিলেন, তারাই বিগত স্বৈরাচারী সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছেন। মানুষ ভোট দিতে যায়নি কিন্তু তারা নিজেরাই ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি করে দিয়েছেন। যেসব সরকারি কর্মচারী ভোট কেন্দ্রে দায়িত্বে ছিলো তারাই এসব কর্মকাণ্ড করেছেন।
সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। অতিরঞ্জিত কিছু করতে গিয়ে আমাদের ক্ষতি করবেন না। তিনি বলেন, আগামী নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন নিরপেক্ষ ভাবে করুন, যাতে সঠিক ভাবে মানুষের কাছে মূল্যায়ন হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আকতার হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, বিএনপির নেত্রী মেহেরুন নেছা প্রমুখ।
বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের আবদুল লতিফ, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আবদুল মোমেন, জুবায়ের আহমেদ, কামরুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, বখতিয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজকালের খবর/ওআর