প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নিয়েছে জাবি শাখা ছাত্রদল। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে এই আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলাভবন, কম্পিউটার সায়েন্স বিল্ডিং, পুরাতন কলা ভবন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দেন। এ সময় তারা নতুন ধারার ছাত্র রাজনীতি এবং একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ছাত্রদল নেতারা।
জাবির মীর মশাররফ হোসেন হলের সভাপতি শেখ সাদী বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সকল শিক্ষার্থী-বান্ধব কাজে আমরা ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ। ক্যাম্পাসে নতুন ৫৪তম ব্যাচ এসেছে। গতকাল শনিবার ছাত্রদলের পক্ষ থেকে তাদের হলে সিটের ব্যবস্থা করা হয় এবং ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। আজকেও ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ফুল ও কলম দেওয়া হয়েছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের যত সেবামূলক কাজ এবং তাদের দাবি-দাওয়া আছে, তা পূরণের চেষ্টা করব এবং সকল দাবি আদায়ের পক্ষে ছাত্রদল থাকবে।’
আজকালের খবর/ওআর