বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের সম্ভাব্য নাম
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ এএম
একীভূত হতে যাওয়া পাঁচটি দুর্বল ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এসব ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামের একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন এই ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক শিগগিরই লাইসেন্স ইস্যু করবে। এ লক্ষ্যে সরকার থেকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগানের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, বৈঠকে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং খেলাপি ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে, যারা ওই ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, বর্তমানে দায়িত্বে থাকা পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-রা পদে বহাল থাকবেন। তবে প্রশাসক টিম দায়িত্ব নেওয়ার পর পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে এই পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি বাতিল হয়ে যাবে।

মুখপাত্র আরও জানান, একীভূত প্রক্রিয়া সম্পন্ন হতে ন্যূনতম দুই বছর সময় লাগতে পারে, কারণ ব্যাংক একীভূতকরণ একটি দীর্ঘমেয়াদি এবং জটিল প্রক্রিয়া। তবে, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিনব্যাপী পাঁচটি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ একীভূত হওয়ার পক্ষে মত দেয়। তবে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক এই সিদ্ধান্তের বিরোধিতা করে।

একীভূতকরণের অংশ হিসেবে গত ৭ সেপ্টেম্বর সরকার ৩৫ হাজার কোটি টাকার বিপরীতে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দিয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান
রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২
কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচনে বাউবি: উপাচার্যের মতবিনিময় সভা
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন আমীর খসরুর
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতের
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
বিস্ফোরক মামলায় নাসিরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft