শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
জুলাই সনদ: ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলেছে বিএনপি-জামায়াত-এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম
জুলাই জাতীয় সনদের সংবিধান-সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দিনব্যাপী বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এই বৈঠকে অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ বিরতির পর সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলে। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের অবস্থানে অনড় থাকে।

সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে বিএনপি মনে করে, আগামী জাতীয় সংসদ ছাড়া কোনো সাংবিধানিক পথ নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই এটি কার্যকর করতে হবে। এনসিপি দাবি করছে, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমেই টেকসই বাস্তবায়ন সম্ভব।

আলোচনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট ছাড়া এ সংস্কারের আইনি ভিত্তি দাঁড়াবে না। এতে বিপ্লব ব্যর্থ হবে।’ অন্যদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ‘পুরোনো সংবিধানের ঘষামাজায় কাজ হবে না, নতুন সংবিধানই একমাত্র পথ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বিদ্যমান। এই অবস্থায় বিশেষ আদেশ বা গণভোট সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এখন সনদ কার্যকর করা হলে দেশে দুটি সংবিধান চলবে এবং যেকোনো নাগরিক আদালতে তা চ্যালেঞ্জ করতে পারবে।’ তিনি প্রস্তাব দেন, সব দল এখন সনদে স্বাক্ষর করুক এবং আগামী সংসদ নির্বাচনী ইশতেহারে এর বাস্তবায়নের অঙ্গীকার করুক।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকের শেষে জানান, আলোচনা মুলতবি রাখা হয়েছে। আগামী রোববার আবার বৈঠক হবে। তবে তিনি বলেন, দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে—সংবিধান-সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাস্তবায়ন করা যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ-বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সরকার ও কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী শনিবার বিকেল পাঁচটার মধ্যে প্রতিটি দলকে দুজন করে স্বাক্ষরকারীর নাম পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। তবে বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় সব দল সনদে সই করবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ
জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
ফুটবল খেলা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন
ব্যাংক লুট-ভুয়া ঋণ, হাসিনার আমলে বিদেশে গেছে ২৩ হাজার কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছাত্রদলের পর আরো চার প্যানেলের ভোট বর্জন
বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বেলকুচিতে ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ডের দাবিতে মানববন্ধন
লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
কী আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft