বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
সোনাতলায় জমি দখলের চেষ্টা, ৫০ গাছ কেটে নেয়ার অভিযোগ
সোনাতলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম
বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে নেওয়া হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর রবিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলা- বগুড়ার থানা- সোনাতলা, মৌজা-গড়চৈতন্যপুর, দাগ নং-২০৫,২০৬,২২৭ জমির পরিমান-২৬ শতক,  পৈতৃকসূত্রে ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছিল। 

এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের মন্ডমালা (নয়াপাড়া) গ্রামের মো. শাহ আলম বেপারির ছেলে  ভুক্তভোগী মো. শাহিন মিয়া বাদী হয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. নজরুল ইসলাম (৬০), পিতা-মৃত ইলাহী বেপারী, মো. আরিফ (৩০), পিতা- মো. নজরুল,  মো. শরিফুল (৩৩), পিতা-মৃত ছামছুল বেপারী, মো. মোজাফফর (৫০), পিতা- মৃত ইলাহী বেপারী, মো. জলিল (৩৮), পিতা- মো. ফয়েজ উদ্দিন, মো. আজিজ (৪৫), পিতা-মৃত শুকরু বেপারী, সর্ব সাং- মন্ডমালা (নয়াপাড়া), থানা-সোনাতলা, জেলা-বগুড়া।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা জমিতে থাকা প্রায় ৫০টি ফলজ ও বনজ গাছ এবং বাঁশঝাড় কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে শাহিন মিয়াসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হন।

শাহিন মিয়ার দাবি, ঘটনার পর থেকে বিবাদীরা প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাতলা  থানার অফিসার ইনচার্জ  রওশন কবীর বলেন, জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান
হার দিয়ে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা
‘দুর্যোগের সময় গুজব ছড়ালে, বড় বিপর্যয় নেমে আসবে’
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার
ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ
ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft