বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
লাইট হাউজ আয়োজিত সিটিজেন জার্নালিজম প্রশিক্ষণে বক্তারা
‘দুর্যোগের সময় গুজব ছড়ালে, বড় বিপর্যয় নেমে আসবে’
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম
দুর্য়োগের সময় অসত্য তথ্য বা গুজব ছড়ালে সংশ্লিষ্ট এলাকায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এ কারণে শুধু দুর্যোগ নয়, বরং সব সময় সত্য তথ্য প্রচার ও প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। আজ বুধবার বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজের উদ্দ্যেগে দ্বিতীয় ব্যাচে সিটিজেন জার্নালিজম ও জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন বক্তারা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলে দিনব্যাপি সিটিজেন জার্নালিজম ও জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- লাইট হাউজের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত, দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফরমাল ফাইন্যান্স সেক্রেটারি মো. জাকির হুসাইন, লাইট হাউজের আইসিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

উক্ত প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং উলিপুর তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ৩৫ জন সেচ্ছাসেবক অশংগ্রহণ করেন। সিটিজেন সাংবাদিকতা কি, এর গুরুত্ব এবং কেন প্রয়োজন, দুর্যোগকালীন সময়ে সিটিজেন সাংবাদিকগন কিভাবে রিপোর্ট করবেন সে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ও লাইট হাউজের ফোকাল পারসন মো. জাকির হেসেন (অফিস সেক্রেটারি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ফরমার ফাইন্যান্স সেক্রেটারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা)।
 
জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ে ওয়েব পোর্টাল রিপোর্ট নাও বিডি ডটকম এ কিভাবে তথ্য প্রদান করবেন তা সঠিকভাবে সকল সেচ্ছাসেবকদের বুঝিয়ে দেন এবং এক এক করে সকলকে লগইন করে দেন এবং হাতে কলমে তাৎক্ষনিকভাবে রিপোর্ট নাও বিডি ডটকম এ লগইন প্রক্রিয়া সম্পন্ন করেন সেচ্ছাসেবক আছিফ রায়হান, রুবাইয়া ইসলাম কুরসি এবং ময়েন উদ্দিন এবং পরবর্তীতে বাকীদেরকে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে যাতে তারা জেন্ডার সহিংসতা রির্পোটি ও দুর্যোগকালীন বিভিন্ন তথ্য ওয়েব পোর্টাল রিপোর্ট নাও বিডি ডটকম এ আপলোড করতে পারে। 

এ সকল বিষয়ে অনলাইনে যুক্ত হয়ে সেশন প্রদান করেন লাইট হাউজের আইসিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম। প্রকল্পের ধারণা প্রদান এবং জেন্ডার ইকুয়ালিটি এবং সোস্যাল ইনক্লুশন নিয়ে সেশন প্রদান করেন মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প সমন্বয়কারী, লাইট হাউজ।

প্রশিক্ষণ শেষে রাজারহাট এর সেচ্ছাসেবক জিহাদ হাসান বলেন, লাইট হাউজ এর মাধ্যমে আমরা জেন্ডার সহিংসতা বিষয়ক কিভাবে রির্পোট করতে হবে তা জানতে পেরেছি এবং কাজ করার সুযোগ পেয়েছি। এ জন্য লাইট হাউজকে সকল সেচ্ছাসেবদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

কুড়িগ্রামের সেচ্ছাসেবক রুবাইয়া ইসলাম কুরসি বলেন, লাইট হাউজ আমাদেরকে যেভাবে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তুলছে তাতে করে আমরা এলাকার অসহায়, দরিদ্র্য এবং বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তা প্রদান করতে পারবো। 

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমন্বয়কারী মো. রিপকন আলী, অন্জলী রানী, রোকেয়া খাতুন এবং ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত। 

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে লাইট হাউজের পক্ষ থেকে সেচ্ছাসেবকদের এ্যাপ্রোন প্রদান করা হয়।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেছে শিবির: মির্জা আব্বাস
নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
জাকসু নির্বাচনে আশাবাদী ছাত্রশিবির
এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ
মোহাম্মদ (স.) ছিলেন সহিষ্ণুতার নিদর্শন: শায়খ আহমাদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
ছাত্রলীগের মারপিটে রক্তাক্ত তন্বি ডাকসুতে ৪৫৮৯ ভোটে জয়ী
ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের প্রতিক্রিয়া
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft