বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে কৃষকদের মাঝে সার, মাসকলাই বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ
খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ এএম
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ‘খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কৃষি আধুনিকায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ধান কাটা যন্ত্র (রিপার) ১৫টি, ‘রাবি ট্রান্সপ্ল্যান্টার’ ১৫টি এবং পাওয়ার এক্স মেশিন ১০টি বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন  । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফা। এছাড়াও উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোই মূল লক্ষ্য।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান
হার দিয়ে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা
‘দুর্যোগের সময় গুজব ছড়ালে, বড় বিপর্যয় নেমে আসবে’
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকসু নির্বাচন : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার
ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ
ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস
ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft