সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম
নিজ দলে ভাঙন ঠেকাতে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে, সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন উঠেছিল। খবর: এনবিসি নিউজের। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের মাধ্যমে নতুন করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান।

জীবনমানের ব্যয় বৃদ্ধি, চাল নীতি সংস্কার, এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব নিয়ে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছিল জাপানে। এরমধ্যেই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করলেন।     

গত বছর জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। তবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায় তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক জোট।

জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই ইশিবার ওপর চাপ বাড়ছিল। বিশেষ করে তার দলের ডানপন্থি রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন। এ দলটিই মূলত যুদ্ধপরবর্তী বেশিরভাগ সময়ে জাপানে সরকার পরিচালনা করেছে।

উচ্চকক্ষের নির্বাচনে হারার পর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এরপর থেকে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়।

পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে যেতে চেয়েছিলেন ইশিবা। কিন্তু তিনি আর এটি পারেননি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে জাপান। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টোকিও। এর বদলে মার্কিন বাজারে নিজেদের অটোমোবাইল শিল্পে শুল্ক ছাড় পাবে দেশটি।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নিজ বাড়িতে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা করলো দূর্বৃত্তরা
উখিয়ায় সংরক্ষিত বনে বেআইনি মাছ চাষ বন্ধ
নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী : সেনা সদর
কারাগারে সাবেক সিনিয়র সচিব শহীদ খান
প্রতিমা বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে : স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
বালুবাহী ট্রাক চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে
বিসিএস পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
সোনার দাম আরও বাড়ল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft