সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
লালকেল্লা থেকে সোনার কলস চুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘দশলক্ষণ মহাপর্ব’ চলাকালে প্রায় দেড় কোটি রুপি মূল্যের মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট একটি কলস। বুধবার অনুষ্ঠানের মাঝেই এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

চুরি হওয়া সামগ্রীর ভিতরে যা যা ছিল, একটি বড় সোনার কলস,৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল,১১৫ গ্রাম ওজনের হীরা-পান্না-চুনি খচিত ছোট কলস।

প্রতিদিনই এক জৈন ব্যবসায়ী ধর্মীয় আচার পালনের জন্য এগুলো নিয়ে আসতেন। ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার মাঝেই চুরি ঘটে। আচার শুরুর কিছুক্ষণ পর দেখা যায় মঞ্চ থেকে মূল্যবান সামগ্রীগুলো উধাও।

চুরি হওয়া ব্যবসায়ীর ভাই অভিযোগ করেছেন, একই ব্যক্তি এর আগে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ জয়-পুতুলকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
আমিরাতের পর এবার সৌদি আরবের কড়া বার্তা পেলো ইসরায়েল
উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান
ডাকসু নির্বাচনে এক প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উচ্ছেদ আতঙ্কে দিশেহারা প্রবাসীর পরিবার
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল
‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা
টেকনাফে সুজন চাকমা হত্যার রহস্য উদ্ঘাটন: ৩ অপহরণকারী গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft