শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
জামিন পেলেন না সাবেক সিইসি আউয়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম
রাজধানীর শেরেবাংলানগর থানার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এই আদেশ দেন।

এদিন হাবিবুল আউয়ালের পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী।

এর আগে, গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ২২ জুন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত করার অভিযোগে সাবেক তিন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারাও যুক্ত করা হয়।

২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দায়িত্বকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে থাকা এই কমিশন জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন
গণছুটির ঘোষণা পবিসের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
বাগেরহাটে ৩ দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি
জঙ্গলে পাতায় ঢাকা মায়ের লাশ, তিন ছেলে-পুত্রবধূসহ আটক ৫
নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজবাড়ীর সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
আওয়ামী লীগের ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ গ্রেপ্তার ৮ জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft