রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
চানখারপুলে ছয়জন হত্যাকাণ্ডের পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে রবিবার (৭ সেপ্টেম্বর)।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারক প্যানেল এই আদেশ দেন।

প্রসিকিউশন পক্ষের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২১ আগস্ট মামলার চতুর্থ দিনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি জেরা সম্পন্ন হয়। সেদিন নিহত রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন এবং তার বড় ভাই রাহাত হাওলাদার আদালতে জবানবন্দি দেন। তারা উভয়েই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ পর্যন্ত মোট আটজন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে রয়েছেন নিহত আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ, ইয়াকুবের মা রহিমা আক্তার, ইসমামুল হকের ভাই মহিবুল হক এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এদিকে, এই মামলার চারজন অভিযুক্তকে আজও আদালত কক্ষে হাজির করা হয়, যারা বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

এই মামলার বাকি চারজন অভিযুক্ত পলাতক রয়েছেন। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের ওপর পুলিশ গুলি চালালে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিকসহ ছয়জন নিহত হন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার চেয়েই এই মামলাটি পরিচালিত হচ্ছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
টাঙ্গাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি
হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি
ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর
অবৈধ অস্ত্রের খবরদাতাকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, আহত ৩০
৭ সেপ্টেম্বর দিনব্যাপী শিল্পী সমিতির ব্যতিক্রমী আয়োজন
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft