প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ জন জামিন চেয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
দুপুরে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। জামিনের আবেদন করা অন্যরা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের মধ্যে ‘মব হামলার’ শিকার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই ১৪ জনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় মামলা হওয়া তথ্য দেয় পুলিশ।উল্লেখ্য, গত ৩০ আগস্ট একজন আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আবদুল লতিফ সিদ্দিকীর কাছে ওকালতনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি আইনজীবীকে বলেন, আদালতের প্রতি তার কোনো আস্থা নেই।
এ জন্য তিনি কোনো আইনজীবী নিয়োগ দেবেন না। তখন সেই আইনজীবী আবদুল লতিফ সিদ্দিকীর কাছে জানতে চান, তিনি নিজে আদালতে কোনো কথা বলতে চান কি না? তখনও আবদুল লতিফ সিদ্দিকী সেই আইনজীবীকে জানিয়ে দেন, তিনি আদালতের কাছেও কোনো বক্তব্য দেবেন না।
আজকালের খবর/ এমকে