বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
দুপুরে মাঠ প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ এএম
দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মাঠ প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুমে) এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

সভায় আট বিভাগের কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) অংশ নেবেন। এ ছাড়া সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি যুক্ত হবেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে প্রয়োজনীয় দিকনির্দেশনা।

এ ছাড়া চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে দেশের কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়েও মাঠ প্রশাসনকে বৈঠক থেকে দিকনির্দেশনা দেওয়া হবে।

এর বাইরে বহুল প্রতীক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন বানচালের দেশি-বিদেশি যে ষড়যন্ত্র চলছে, তা যেন আর বাড়তে না পারে সেজন্য কর্মকর্তাদের আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হবে।

শিল্পকারখানায় অস্থিরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকানো ও কারাগারের নিরাপত্তা জোরদার নিয়েও বৈঠকে আলোচনা হবে। 

প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত-উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে গত ২৭ আগস্ট আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যাত্রা ঘিরে তাদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

এরপর ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ৩১ আগস্ট ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সোমবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থী হল না ছেড়ে আন্দোলন অব্যাহত রাখেন।

এ ছাড়া ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু ছাত্রসংসদ নির্বাচন ঘিরেও উত্তাপ ছড়িয়েছে।

এর বাইরে নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে একজন শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হন। 

এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসনকে শক্ত অবস্থান নেওয়ার পাশাপাশি আরও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা আজকের বৈঠক থেকে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন
মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান
সোহাগ পরিবহনের কাউন্টার ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
পেঁপে চাষে সফল তরুণ উদ্যোক্তা রাজবাড়ীর আরিফুল
খিলগাঁও থানা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft