শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫
ভারত-যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে: ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ এএম
ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, ভারত-রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে।

ফক্স বিজনেসের সাথে কথা বলার সময়, তিনি চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করে দেখেন।
 
বেসেন্ট বলেন, আমি মনে করি দিনশেষে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র। তাদের মূল্যবোধ রাশিয়ার তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি।  ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পিছনে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল কেনাই একমাত্র কারণ ছিল না। যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
 
তিনি দাবি করেছেন, ধীর গতিতে চলমান ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পিছনে আরেকটি কারণ ছিল। এর আগে, ট্রাম্প ভারতের সাথে বাণিজ্যকে ‘একতরফা বিপর্যয়’ বলে অভিহিত করেছিলেন।
 
এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তা। 
 
আলাস্কায় শান্তি নিয়ে সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রাখার পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন তিনি।

বেসেন্ট আরও বলেন, তাই আমি মনে করি সমস্ত বিকল্প টেবিলে রয়েছে, এবং  আমরা এই সপ্তাহে সেগুলো খুব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করব।
 
সূত্র: এনডিটিভি

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি-ইউএন উইমেন
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যদি-কিন্তু টেনে বৈঠকে রাজি পুতিন
সোহাগ পরিবহনের কাউন্টার ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান
পেঁপে চাষে সফল তরুণ উদ্যোক্তা রাজবাড়ীর আরিফুল
খিলগাঁও থানা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft