প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০০ পিএম

মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্যাটেলাইটটির সফল পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইটটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইয়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এই স্পাই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘ওফেক ১৯’। মঙ্গলবার রাতে মধ্য ইসরায়েলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের নতুন উচ্চ-প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণের পর ইতোমধ্যে কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে ‘ওফেক ১৯’ নামের এই পর্যবেক্ষণ স্যাটেলাইটটি।
এ ঘোষণা দেওয়ার সময় শত্রু দেশগুলোর প্রতি কঠিন এক হুমকি ছুঁড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইসরায়েলের শত্রুদের জন্য একটি সতর্কবার্তা।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ভিন্ন আরেক বার্তায় কাৎজ বলেন, এটা শত্রুদের জন্য বার্তা। যেখানেই থাকো না কেন আমরা তোমাদেরকে সব সময় দেখছি, সবদিক থেকে নজরে আছো।
আজকালের খবর/বিএস