প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৩৮ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, এটা কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীর ওপর হামলা নয়, বরং একটি দলের প্রধানের ওপর হামলা। আমরা আওয়ামী লীগের আমলেও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। দুঃখজনক হলেও এ ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময়।
তিনি আরও বলেন, যেহেতু এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন এ ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
আজকালের খবর/বিএস