প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম

বিপুল পরিমাণ কোকেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকের সময় ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেন পাওয়া যায় তার কাছে।
বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসছে; এই ফ্লাইটে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন—এম তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন শুল্ক গোয়েন্দারা। ফ্লাইটটি সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করেন।
আজকালের খবর/বিএস