প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে জাবির সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির শাখা সভাপতি মো. মুহিবুর রহমান।
সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ইংলিশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান। নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস) মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা।
প্যানেলের অন্যান্য মনোনয়নগুলোর মধ্যে রয়েছেন- এই প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আলি জাকি শাহরিয়ার, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শাখা শিবিরের মানবাধিকার পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাটতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শাখা শিবিরের সদস্য শফিউজ্জামান শাহীন, সহ ক্রীড়া সম্পাদক (ছেলে) পদে শাখা শিবিরের সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান, সহ ক্রীড়া সম্পাদক (মেয়ে) গণিত বিভাগের শিক্ষার্থী ফারহানা লুবনা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শাখা শিবিরের গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (ছেলে) পদে শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক তৌহিদ হাসান, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (মেয়ে) পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হোসনে মোবারক এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এছাড়াও প্যানেল থেকে কার্যকরী সদস্য ৩ জন (ছেলে) আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম এবং মুহিব্বুল্লাহ, এবং ৩ জন (মেয়ে) ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন এবং নুসরাত জাহান রয়েছেন।
আজকালের খবর/ওআর