প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:০১ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দর্শন বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক মো. আনিছুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে এক অনাড়ম্বর আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ পদে তিনি দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলমের স্থলাভিষিক্ত হয়ে। রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪ আগস্ট জারি করা অফিস আদেশ অনুযায়ী, তার এই নিয়োগ ১৫ আগস্ট থেকে কার্যকর হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক মোঃ আনিছুর রহমান একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ শিক্ষক-প্রশাসক। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে বলে আমি আশাবাদী।
তিনি আরও সাবেক রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলমকে তার দীর্ঘ কর্মজীবনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেন।
অধ্যাপক মোঃ আনিছুর রহমান দীর্ঘদিন ধরেই বাউবিতে শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই তার এই নিয়োগকে সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়জুড়ে এই নিয়োগে উচ্ছ্বাস ও আশাবাদের সঞ্চার হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাপক আনিছুর রহমানের সফল ম্যান্ডেট কামনা করেছেন এবং এ গুরুত্বপূর্ণ পদে সঠিক ব্যক্তিকে মনোনীত করায় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, অধ্যাপক আনিছুর রহমানের নেতৃত্বে বাউবির প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, শিক্ষার্থীমুখী ও গতিশীল হবে, যা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
আজকালের খবর/বিএস