চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবু শ্যোন অ্যারেস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:৩৩ পিএম
বৈশাখী টিভির দায়ের করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (১০ আগস্ট) ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই রাজিউল আমিন আদালতে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে। এ সময় তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ২০০৭ সালের ১৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মোজাম্মেল বাবু বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। তখন তারা নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। পাশাপাশি জোরপূর্বক শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে নেন।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী সময়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ১১ জানুয়ারি রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. হুমায়ুন কবির। মামলায় মোজাম্মেল বাবুসহ তিনজনকে আসামি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় পলাতক থাকার পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয় হাইকোর্টের রুল
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান
অপহরণের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভারতে বসে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
নিউ মার্কেটে অভিযানে প্রায় ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft