ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জনতা পার্টি’র বিবৃতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম
বাংলাদেশ জনতা পার্টি’র নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তবে, জুলাই সনদে তথা সংস্কারের বিষয়ে সার্বিক ঐকমত্যের পূর্বে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার বাস্তবায়নযোগ্যতা নিয়ে এবং জুলাই ঘোষণার মূল দাবি উত্থাপনকারী ছাত্র নেতাদের গতকাল মঙ্গলবার মঞ্চে অনুপস্থিতি সকল সংশয়ের অবসানের ইঙ্গিতবহ নয়।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেছেন, জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূসের নির্বাচন বিষয়ক সুষ্পষ্ট ঘোষণা নিশ্চিতভাবেই বহু অনিশ্চয়তার আশঙ্কা দূর করেছে। গণতন্ত্র উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। ইউনূস সরকার সে পথেই হাঁটতে শুরু করেছে। তবে, একটি সুষ্ঠু নির্বাচনের সার্বিক সাফল্যের ক্ষেত্রে সকল অংশীজনের প্রত্যাশা পূরণকে অনিস্পন্ন রেখে নির্বাচনী ট্রেনে ওঠার যে তাড়াহুড়া তাতে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

গোলাম সারোয়ার মিলন ও শওকত মাহমুদ বিবৃতিতে নেতারা উল্লেখ করেছেন জানান, জাতির উদ্দেশ্যে ভাষণের আগে ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সংসদ ভবন প্রাঙ্গণে কয়েকটি রাজনৈতিক দলের (বিএনপি ও জামায়াত সমর্থিত) নেতাদের উপস্থিতিতে ড. ইউনূস যে ঘোষণা পাঠ করেন, তার বিষয়বস্তু অনেকাংশে গণচেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও রাজনৈতিক ইতিহাসের বয়ানে অসম্পূর্ণতা লক্ষণীয়। 

বিবৃতিতে বলা হয়, জনতা পার্টি বাংলাদেশ শুরু থেকে জুলাই ঘোষণার দাবি জানিয়ে আসছে। এ ঘোষণার মূল দাবি উত্থাপনকারী ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের গতকালের অনুষ্ঠানে অনুপস্থিতি বা গতকাল কক্সবাজারে বেড়াতে যাওয়ার মধ্য দিয়ে ঘোষণা পর্বটিকে এড়িয়ে যাওয়া নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। কেননা, এ সরকারের মূল ভিত্তি হচ্ছে ছাত্র নেতাদের বিপ্লবী চেতনা।

বিবৃতিতে বলা হয়, জুলাই ঘোষণার পাশাপাশি জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই সনদ প্রণীত না হলে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানের পর্বটি সমাপ্ত হলে জাতি আবার স্বৈরাচারি শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে বলে আশঙ্কা আছে। 

নেতারা বিবৃতিতে আশা প্রকাশ করেন, শুধুমাত্র ঘোষণার মধ্য দিয়ে দায়িত্ব পালন সম্পন্ন করলেই চলবে না। জুলাই সনদ সর্বসম্মতভাবে প্রণয়ন এবং বাস্তবায়নে অর্ন্তবর্তী সরকারকে অধিকতর মনোযোগী হওয়া বাঞ্ছনীয়। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স
সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা
জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে
১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব
গেরিলা প্রশিক্ষণ: গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি
শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘জলরঙ’
দেবীদ্বারে তিন দফায় বিএনপির বিজয় মিছিল
বিগত তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পিবিআই
ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft