ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা উদ্বেগজনক: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১:৩৩ এএম
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি অভিযান সম্প্রসারণের সম্ভাবনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৫ আগস্ট) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেন জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। 

ইসরায়েলি পরিকল্পনার তথ্য সত্য হলে তার পরিণতি ভয়াবহ হবে আশঙ্কা প্রকাশ করে জেনকা বলেন, গাজায় আটক থাকা বাকি জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

অভিযান সম্প্রসারণের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এ বিষয়ে খুবই স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে।

গাজায় প্রায় দু বছর ধরে চলমান যুদ্ধ নিয়ে নয়া কৌশল প্রণয়নের উদ্দেশ্যে মঙ্গলবার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে পুরো গাজা দখলের পক্ষে নেতানিয়াহু অবস্থান নিয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়।

সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের চীনের উপ স্থায়ী প্রতিনিধি গেং শুয়াং। তিনি বলেন, সম্ভাব্য বিপজ্জনক সব পদক্ষেপ স্থগিত রাখতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান তিনি।

এদিকে, জাতিসংঘ বৈঠকের আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যারা কথিত ফিলিস্তিনি রাষ্ট্রকে (ভার্চুয়াল প্যালেস্টিনিয়ান স্টেট) স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে, তারাই মূলত যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং জিম্মিমুক্তির চুক্তি নস্যাতের জন্য দায়ী।

শিল্পোন্নত সাত দেশের সংগঠন গ্রুপ সেভেনের (জি৭) ফ্রান্স, কানাডা এবং ব্রিটেন আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদ বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র:  রয়টার্স 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নৌবাহিনী ও বামনা থানা পুলিশের সমন্বয়ে চেকপোস্ট পরিচালনা
দেবীদ্বারে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী অসুস্থ, এলাকায় আতঙ্ক
১২০০ টাকায় ডায়ালাইসিসের লক্ষ্যমাত্রা সরকারের: স্বাস্থ্য উপদেষ্টা
বৃষ্টিতে চট্টগ্রামে খালের ওপর ধসে পড়লো সেতু, যানচলাচল বন্ধ
ডিসেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি সানাউল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছরেও হয়নি সাইলচর গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা
জুলাই শহীদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল, গেজেট প্রকাশ
আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স
জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft