প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পিএম

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার আগেই শাহবাগে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে শাহবাগ।
প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’ এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।
দিনাজপুর জেলা ছাত্রদল নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।
লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি শুধুই একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে ছাত্রসমাজের দৃপ্ত পদচারণার প্রতীক। স্লোগান ও একাত্মতার এই চিত্র সেই বার্তাই দিচ্ছে।
আজকালের খবর/বিএস