ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটি হবে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী কোনো দেশের পক্ষ থেকে এমন প্রথম পদক্ষেপ।

এ পর্যন্ত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে বলেছেন, এটি হামাসের প্রচারণাকে সহায়তা করে এবং ৭ অক্টোবরের ভুক্তভোগীদের প্রতি অপমান।

ম্যাক্রোঁর ঘোষণায় ইসরায়েল কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটি সন্ত্রাসবাদের জন্য পুরস্কার এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত গাজা যেভাবে ইরানের প্রক্সি হয়ে উঠেছে, তেমনি আরও একটি ইরান-সমর্থিত ঘাঁটি তৈরি হওয়ার ঝুঁকি তৈরি করছে, যা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হতে পারে।

প্যালেস্টাইন অথরিটির শীর্ষ কর্মকর্তা হুসেইন আল-শেইখ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থনের প্রতিফলন।

হামাস এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হামাস আরও আহ্বান জানিয়েছে, বিশ্বের সব দেশ—বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা এখনো স্বীকৃতি দেয়নি তারা যেন ফ্রান্সের এই সিদ্ধান্ত অনুসরণ করে।সূত্র: এএফপি


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে: তাহের
বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি
বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ যুবদলকর্মীদের বিরুদ্ধে
সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বদলগাছীতে ৫০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় বাধা
চট্টগ্রামে পুলিশ ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
কেরুজ চিনিকলের আওতায় দেশের প্রথম বর্জ্য পদার্থের জৈব সার কারখানা
ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft