গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান ও জরিমানা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ জুলাই (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর জোবিঅ-মেঘনাঘাট এর আওতাধীন চর বাউশিয়া ফরাজিকান্দি (পাখির মোড়, ইন্জিনিয়ারিং স্টাফ কলেজের বিপরীতে), চর বাউশিয়া পশ্চিমকান্দি (দাউদকান্দি ফিলিং ষ্টেশনের বিপরীতে), ভাটেরচর নতুন রাস্তা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি চুন কারখানা (১২টি ভাট্টি বিশিষ্ট) ও এয়ার মিক্স বার্ণার ২০টি এবং ৪০০ ফুট হোজ পাইপ উৎস স্থলে কেটে টুকরো করে বিনষ্ট করা হয়েছে। এতে মাসিক ৩,৯১,৪৫০ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। চুন কারখানার মালিকদের স্পটে না পাওয়ায় জেল/জরিমানা আরোপ করা সম্ভব হয়নি। তবে কারখানার মালিক/কারখানার পরিচালকদের নামে গজারিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

একই দিনে, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর জোবিঅ-টঙ্গী, আবিবি জয়দেবপুর এর আওতাধীন দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর এলাকার ৩০টি আবাসিক গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে ২টি বাড়িতে বুষ্টার ব্যবহার পরিলক্ষিত হয়। একটি গ্রাহক অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২টি আবাসিক গ্রাহককে বুষ্টার ব্যবহারের কারণে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর নন্দীপাড়া, খিলগাও, ঢাকা এলাকার ২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০৩টি অবৈধ ডাবল চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। 

এছাড়া, একই দিনে ফতুল্লা, নারায়ণগঞ্জ, এবং সাভার গাজীপুর-এ যথাক্রমে মেসার্স সান টেক্স ডাইং ও মেসার্স ডার্ড কম্পোজিট এ অভিযান পরিচালনা করে অবৈধ বাইপাস লাইন সনাক্ত করত: সংযোগ কিলিং করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২০ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৮০টি শিল্প, ২৯০টি বাণিজ্যিক ও ৪৯,৫১১টি আবাসিকসহ মোট ৫০,০৮১টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,০৬,৮১৪টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৯৮ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
 
আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে তিনিও না ফেরার দেশে
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জে বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্তে নিহত ১, বহু আহত
বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ
উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft