৫ ঘণ্টা পর বনানীতে যান চলাচল শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:২৯ পিএম
অবরোধের প্রায় ৫ ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক ছেড়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়লে সাড়ে ৬টায় মহাখালী রুটে যান চলাচল শুরু হয়।

এর আগে, রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধের কারণে দুপুর দেড়টা থেকে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত সিএনজিচালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এর জন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল ১০টা থেকে বিআরটিএর সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্গত সিএনজিচালকরা। এতে করে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়।

একপর্যায়ে আন্দোলনরত চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন। তারা কাউকে ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বের হতে দিচ্ছিলেন না।

জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকরা বনানী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যা সাড়ে ৭টায়
বৃষ্টির পানি ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় নিহত ২
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
গাজা সংঘাতে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ড. মঈন খান
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft