বাংলাদেশ কোস্ট গার্ডকে প্রশংসাপত্র প্রদান করলো আইএমও
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১২:৩১ পিএম
অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)

শনিবার (১২ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বন্দরের বহির নোঙ্গরে থাকা অবস্থায় গত ৫ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর অগ্নিনির্বাপণ এবং সামুদ্রিক পরিবেশগত বিপর্যয় রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের টাগ ‘বিসিজিটি প্রমোত্তো’ অসাধারণ ভূমিকা পালন করেছে। ঘটনার সময় ট্যাংকারটিতে প্রচণ্ড বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে, যা সামুদ্রিক জীবন এবং সামগ্রিক পরিবেশের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়।

তৎক্ষণাৎ বাংলাদেশ কোস্ট গার্ড জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করে। ‘বিসিজিটি প্রমোত্তো’, তার দক্ষ নৌ-সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের সর্বমোট ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়। এ অভিযানে প্রচণ্ড ঝড়ো আবহাওয়া ও খরোস্রোতের মধ্যে অগ্নি নির্বাপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয় এবং একযোগে তেল ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যারিয়ার স্থাপন ও বর্জ্য সংগ্রহের মাধ্যমে গভীর সমুদ্র এলাকায় দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই দৃষ্টান্তমূলক ও সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) কর্তৃক বিজিজিটি প্রমোত্তো-কে “Letters of Commendation” প্রদান করা হয়েছে।

IMO কর্তৃপক্ষ এই অভিযানে প্রদর্শিত পেশাদারিত্ব, দক্ষতা, পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়গুলোকে গুরুত্বসহকারে মূল্যায়ন করেছে।

বাংলাদেশের জন্য ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) হতে প্রাপ্ত এই সম্মাননা একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি। এটি শুধুমাত্র বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নয়, বরং দেশের জন্য এক গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলাদেশ কোস্ট গার্ড আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে যেকোনো দুর্যোগে সাহসিকতার সঙ্গে কাজ করতে সক্ষম।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা বিধান, বিপদগ্রস্তদের উদ্ধার, সমুদ্র দূষণ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক মান অনুযায়ী দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
‘জনগণের কাছে যার বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী’
ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে আছে
পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর
সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft