রেজাল্ট খারাপ হওয়ায় কক্সবাজারে এক শিক্ষার্থীর আত্মহত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:২০ পিএম
কক্সবাজারে সদরের খুরুস্কুলে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে প্রিয়তম রুদ্র (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশ হওয়ার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছেন তার পরিবার।

আত্মহনন করা প্রিয়তম রুদ্র (১৬) সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তিনি এবার খুরুস্কুল উচ্চ বিদ্যালয় থেকে  এসএসসি পরীক্ষা দিয়েছেন। 

নিহতের বাবা কাঞ্চন রুদ্র বলেন, আমার ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানিনা। দুপুরে আমার স্ত্রী ও ছেলে একসাথে ভাত খাওয়া শেষ করে। টিভিতে খবর দেখছিলাম তখন প্রিয়তম তার সহপাঠীর বাসায় ছিল। পরে ঘরে আসলে তাকে বলি তোর মামা ফোন করেছে, বলছে তুই নাকি দুই বিষয়ে খারাপ করেছিস। সেটা শোনার পর প্রিয়তম তার মামাকে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানিনা। 

কাঞ্চন রুদ্র আরও বলেন, অফিসে আসার ২০-৩০ মিনিট পর আমার বোন কল করে বলে ঘরের দরজা জানলা সব বন্ধ। ডাকাডাকি করার পরও প্রিয়তম দরজা খুলছে না। পরে দরজা না খোলায় ঘরের টিন কেটে ভিতরে ঢুকে স্বজনরা দেখেন ফ্যান সাথে ওড়না প্যাচানো অবস্থা ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, এসএসসিতে রেজাল্ট খারাপ হওয়ায় খুরুস্কুলের একজন ছাত্র আত্মহত্যা করেছেন বলে শুনেছি। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা
সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft