রনির সুস্থতা কামনায় গাজীপুরে বিএনপির দোয়া মাহফিল
দলের ঐক্য ও ৩১ দফা বাস্তবায়নে তাগিদ এলিসের
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:৫৫ পিএম
সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপি'র সাবেক ভাইস চেয়ারম্যান  প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের  সুযোগ্য উত্তরসূরি গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম  মঞ্জুরুল করিম রনি'র দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। রনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ বিএনপি'র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর মেট্রো থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। সঞ্চালনা ছিলেন মেট্রো-সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।

দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এলিস বলেন, রনি আমাদের দলের মূল্যবান সম্পদ, একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ। তার শারীরিক সুস্থতা আমাদের সবার কাম্য। আমরা সবাই তার জন্য দোয়া করবো, যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

তিনি আরো বলেন,  জাতীয় সংকট ও দুর্যোগেও আমাদের দলীয় ঐক্য অপরিহার্য। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক, উন্নত ও জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় এলিস দেশের বিভিন্ন স্থানে  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সকলের সহানুভূতি কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত নেতা অধ্যাপক এম এ মান্নান স্যারের রুহের মাগফেরাত, বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্যও দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি,  মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপি'র সাবেক ১ নং যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর  হান্নান মিয়া হান্নু, মহানগর বিএনপি'র সাবেক  যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন তালুকদার, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম,  জেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ও সদর মেট্রো থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান শামীম, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন তারেক প্রমুখ। দোয়া পরিচালনা করেন আহমদ আলী রুশদি।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে রনির সুস্থতা ও দলের অগ্রগতির জন্য দোয়া করেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা
সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft