সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপি'র সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য উত্তরসূরি গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি'র দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। রনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ বিএনপি'র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর মেট্রো থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। সঞ্চালনা ছিলেন মেট্রো-সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এলিস বলেন, রনি আমাদের দলের মূল্যবান সম্পদ, একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ। তার শারীরিক সুস্থতা আমাদের সবার কাম্য। আমরা সবাই তার জন্য দোয়া করবো, যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি আরো বলেন, জাতীয় সংকট ও দুর্যোগেও আমাদের দলীয় ঐক্য অপরিহার্য। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক, উন্নত ও জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় এলিস দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সকলের সহানুভূতি কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত নেতা অধ্যাপক এম এ মান্নান স্যারের রুহের মাগফেরাত, বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্যও দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপি'র সাবেক ১ নং যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন তালুকদার, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ও সদর মেট্রো থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান শামীম, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন তারেক প্রমুখ। দোয়া পরিচালনা করেন আহমদ আলী রুশদি।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে রনির সুস্থতা ও দলের অগ্রগতির জন্য দোয়া করেন।
আজকালের খবর/ এমকে