ইরানের পারমাণবিক কর্মসূচির রাজনৈতিক সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে রাশিয়া। বৃহস্পতিবার (১০ জুলাই) উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।
জ্যেষ্ঠ রুশ কূটনীতিক উল্লেখ করেন, 'রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত প্রতিটি সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে আমরা ওয়াশিংটন, তেহরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ সকল পক্ষের সগে সমন্বিত কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এই কাজ চালিয়ে যাব।'
রিয়াবকভের মতে, কূটনীতি এবং সাধারণ জ্ঞানের মাধ্যমে 'শক্তি প্রয়োগের প্রবণতা' মোকাবেলা করা গুরুত্বপূর্ণ।
১৩ জুন রাতের দিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধমূলক হামলা চালায়। সংঘাত বৃদ্ধির নয় দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দেয় এবং ২২ জুন ভোরে ভারী বোমারু বিমান ফোরডো, নাতানজ এবং ইসফাহানে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে।
এরপর ২৩ জুন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক এক বিবৃতিতে বলেন, ইসরায়েল এবং ইরান ২৪ জুন থেকে কার্যকর হওয়া একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
আজকালের খবর/ এমকে