‘কেন এত আনন্দ বেছে নিলেন’ সমুকে খায়রুল বাশার
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম
বেশ কিছুদিন আগে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজার থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন জনপ্রিয় মঞ্চ, টিভি ও সিনেমার অভিনেতা সমু চৌধুরী। এরপর সেখান থেকে তিনি নিজ গ্রামে ফিরে যান। বিভিন্ন সময়ে তার গান গাওয়ার বা নাচের ভিডিও ফেসবুকে প্রকাশ পেতে দেখা যায়।

সেই রেশ থামতে না থামতেই, এবার তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেতা খায়রুল বাশারের ফেসবুক পোস্টের মাধ্যমে, যেখানে বাশার সমু চৌধুরীকে স্বপ্নে দেখার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।

গত ১২ জুন, ২০২৫ তারিখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিনের মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকা সমু চৌধুরীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এই ঘটনায় দেশজুড়ে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এরপর পুলিশ ও অভিনয়শিল্পী সংঘের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়। জানা গিয়েছিল, তিনি কিছুটা অসুস্থ ছিলেন এবং এই ঘটনার পর তিনি নিজ গ্রামে ফিরে বিশ্রাম নিচ্ছেন।

আজ বুধবার, ৯ জুলাই, ২০২৫, দুপুর ২টা ৫৫ মিনিটে খায়রুল বাশার তার ফেসবুক পেজে সমু চৌধুরীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেছেন। বাশার লিখেছেন, তিনি স্বপ্নে দেখেছেন সমু চৌধুরী তাকে দেখে ভীষণ আপ্লুত হয়েছেন এবং পরম স্নেহে তাকে জড়িয়ে ধরেছেন। এই স্বপ্ন দেখার পরই তার ঘুম ভেঙে যায়। বাশার তার পোস্টে এই অভিনেতার জীবনানন্দের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন, যেখানে সমু চৌধুরী নাকি মেসেঞ্জারে বাশারকে কবিতা আবৃত্তি করে পাঠাতেন এবং বাশার তার ভূয়সী প্রশংসা করতেন।

পোস্টে বাশার তার অনুভূতির কথা প্রকাশ করে আরও বলেন, তিনি ঢাকায় ফিরে সমু চৌধুরীর সাথে দেখা করার কথা ভাবছিলেন। কিন্তু হঠাৎ করেই সমু চৌধুরী বরিশালের কোনো এক গ্রামে চলে গেছেন, যেখানে তিনি সেখানকার আলো-বাতাস ও গাছপালার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দিন কাটাচ্ছেন। বাশার তার পোস্টে প্রশ্ন রেখেছেন, ‘কেন এত আনন্দ বেছে নিলেন? কেন ঘরে ফিরছেন না? দেখা হলে জিজ্ঞেস করব।’

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বাউবিতে দল ব্যবস্থাপনা ও কর্মস্থলে বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৩৯ আসনের সীমানায় পরিবর্তন, খসড়া চূড়ান্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft