গাজায় যুদ্ধবিরতি হবে চলতি সপ্তাহের শেষেই: আশা ট্রাম্পের দূতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১:৪৮ এএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীসভার এক বৈঠকে এই আশাবাদ প্রকাশ করেছেন উইটকফ, ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন।বৈ

ঠকে উইটকফ বলেন, “আমাদের চারটি ইস্যু ছিল এবং দু’দিন আলোচনার পর আমরা একটি ইস্যুতে নেমে এসেছি; সেটি হলো ‘যুদ্ধবিরতি’। আমরা আশা করছি, এই সপ্তাহের শেষ দিকে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব— যা আমাদেরকে (গাজায়) ৬০ দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে।”

সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জীবিত ১০ জন জিম্মি এবং ৯ জন জিম্মির মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন উইটকফ।

বৈঠকে গাজার পরিস্থিতিতে ‘ট্র্যাজেডি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি এ ব্যাপারে আলোচনা করবেন এবং তিনি, নেতানিয়াহু এবং ‘অপরপক্ষ’ (হামাস) এই যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ চান।

মন্ত্রিসভার বৈঠকের আগে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, “গাজায় আমাদের কাজ এখনও বাকি রয়ে গেছে। আর সেই কাজ হলো আমাদের জিম্মিদের উদ্ধার করা এবং হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতাকে ধ্বংস করা। আমাদের নিজেদের এবং সবার মঙ্গলের জন্য গাজাকে একটি ভিন্ন ভবিষ্যতের দিকে পরিচালিত করা জরুরি।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গত প্রায় দু’ বছর ধরে চলমান সে অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজার ৫ শতাধিক এবং আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজারেরও ফিলিস্তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
‘জনগণের কাছে যার বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী’
ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে আছে
পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর
সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft