প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৬:৪৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নির্বাচনমুখী কার্যক্রমে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এ আসনে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন চারবারের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় জাতীয়তাবাদী রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সি।
দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১/১১-এর সময় পরিবারের সবাইকে নিয়ে নির্যাতনের শিকার হলেও, আদর্শ থেকে বিচ্যুত হননি। তার ক্লিন ইমেজ, অভিজ্ঞতা, এবং কর্মীবান্ধব মনোভাব তাকে প্রার্থী হিসেবে জনপ্রিয় করে তুলেছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ইতোমধ্যে জনমনে সাড়া ফেলেছে। এই কর্মসূচির আলোকে বিএনপি চায় একটি ন্যায্য, অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে।
মনজুরুল আহসান মুন্সি মনে করেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশের নতুন পথচলার ভিত্তি।
দেবিদ্বারের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল, আলোচনা সভা ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে চলছে প্রচারণা। কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।
একজন ভোটার জানান, ‘মনজুরুল আহসান মুন্সি আমাদের এলাকার গর্ব। উনি আমাদের সন্তান। এবারও তাকেই চাই সংসদে দেখতে।’ বাংলাদেশকে নতুন করে সাঁজানোর জন্য তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে জনসাধারণের সাথে গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন।
অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি'র নেতাকর্মীসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্লোগান উঠেছে- ‘দেবিদ্বারে উন্নয়ন চাই, মুন্সি ভাইকে আবার চাই!’
বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও, মাঠপর্যায়ে মনজুরুল আহসান মুন্সির পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
আজকালের খবর/ওআর