প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১০:৫১ এএম

শীতসকালে হঠাৎই মেঘের গর্জন। ভোর সোয়া ৬টা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখল রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ধীরে ধীরে বাড়ল বৃষ্টির পরিমাণ। আধাঘণ্টার এই রিমঝিম বৃষ্টিতে কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।
তবে বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়।
গতকালই আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল- আজ দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির হাত ধরে জনপদে জেঁকে বসবে শীত। তাপমাত্রায় কিছু কমার আভাস পাওয়া গিয়েছিল কালই। তারই প্রমাণ আজ সকাল হতেই পেল মানুষ।
এ পরিস্থিতিতে শীত আরও বাড়বে কি-না জানতে চাইলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বৃষ্টি হলেও তাপমাত্রা আজ খুব একটা কমবে না, তবে দু-এক দিনের মধ্যে সেটা কমতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজকালের খবর/এসএইচ