আবুধাবি টি-টেন লিগে হার দিয়ে শুরু করেছে বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।
দল হারলেও সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ দলটির কোচ ইউনিস খান। টাইগার্সদের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব। অধিনায়ক ২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৫ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ইউনিস বলেন, ‘যেভাবে সে (সাকিব) অধিনায়কত্ব করল, যেভাবে বল করল, যেভাবে ফিল্ডিং করেছে দারুণ ছিল সবকিছু। বেশ ভালো এফোর্ট দিয়েছে। আমার কাজ অনেক সহজ কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না এখানে। যেভাবে খেলছে আমি আশা করব সে খেলাটা উপভোগ করবে। ম্যাচ জেতা শুরু করলে আরও উপভোগ করবে বলে আশা করছি।’
ম্যাচ হারলেও বিচলিত নন ইউনিস, ‘ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবে ম্যাচটা ভালো ছিল। প্রথম ম্যাচে মাঝেমধ্যে আপনি কিছুটা নার্ভাস হয়ে যাবেন। শেষ দিকে আমরা কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। খারাপ ম্যাচ ছিল না, ফলটা আমাদের পক্ষে আসেনি।’
‘মাঝে জুটি হয়েছে একটা। আপনার যদি ৬০-৭০ রানের জুটি হয় তাহলে অন্তত ১২০-৩০ রান তো করতেই চাইবেন আপনি। এটার মূল্যই দিতে হয়েছে এবং ম্যাচ হেরেছি আমরা।’-যোগ করেন তিনি।
দলের কম্বিনেশন নিয়ে কোচ জানান, ‘আমরা আরও কম্বিনেশন চেষ্টা করে দেখব। প্রথম ম্যাচ ছিল আজকে। নার্ভাসনেস কাজ করেছে। কেবল প্লেয়ারদের নয় আমাদেরও। ইনশাল্লাহ সামনে আরও ভালো কম্বিনেশন তৈরি করতে পারব আমরা। যার ফলে ম্যাচও জেতা যাবে।'
আজকালের খবর/ এমকে