প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:০৬ পিএম

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে আজ ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ১লা আগস্ট ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিচারে একজনের হাতে উঠবে মর্যাদার এই পুরস্কার।
সোমবার (২৮ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা।
ভিনিসিউস জুনিয়র, রদ্রি ও বেলিংহ্যাম; এই তিনজনকে ফেবারিট মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও সুপারকোপা এস্পানা জেতার মৌসুমে ব্রাজিলিয়ান তারকা করেন ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট করেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি খেলেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। তার সতীর্থ বেলিংহ্যাম ৪২ ম্যাচে করেন ২৩ গোল ও ১৩ অ্যাসিস্ট। ইউরো জেতা রদ্রি ছিলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা।
আজ ব্যালন ডি’অর যার হাতে উঠবে, তিনি কত টাকা পাবেন? মার্কার প্রতিবেদন অনুসারে বিজয়ী সরাসরি কোনো অর্থ পান না, শুধু অ্যাওয়ার্ডটিই তার হাতে তুলে দেয় ফ্রান্স ফুটবল সাময়িকী। তবে ওই ফুটবলার লাভবান হতে পারেন অন্যভাবে।
স্পোর্ট বাইবেলের মতে, যখন কোনো ফুটবলার ব্যালন ডি’অর জেতেন, তখন ক্লাবে তার বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বিজ্ঞাপনের ক্ষেত্রেও তার চাহিদা যেড়ে যায় স্বভাবতই।
আজকালের খবর/ এমকে