বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, ৭ দিনের মধ্যে সেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস, জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ন কবির স্বাক্ষরিত এক চিঠিতে দেশের বিভিন্ন জেলার ৩২৫টি ভোটকেন্দ্রের তালিকা সংযুক্ত করে বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন বলেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে ৬টি বিদ্যুৎ বিতরণ কম্পানির মধ্যে ৪টি কম্পানির আওতাধীন ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়টি নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কিছু ভোটকেন্দ্রে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

যেখানে সম্ভব, সেখানে নির্বাচনের আগেই বিদ্যুৎ সংযোগ সম্পন্ন করা হবে। আর যেসব এলাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সম্পাদকদের সঙ্গে AFED-এর গোলটেবিল বৈঠক
বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে বিসিবি!
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সার্ক পুনরুজ্জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের বৈঠক
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ‘সরাচ্ছে’ ভারত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
১০ দলের আসন সমঝোতা: ২১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft