প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে তাকে গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ছবিতে তার পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন।
ছবির সামনের দিকে একটি প্ল্যাকার্ড রয়েছে। সেখানে লেখা আছে— ‘গ্রিনল্যান্ড: মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত. ২০২৬’। এর পাশাপাশি আরেকটি ছবি পোস্ট করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এই ছবিটি ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। সেসময় ইউরোপীয় নেতারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের জন্য ওয়াশিংটন সফর করেছিলেন।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ওই ছবিতে পাশে থাকা উপস্থাপনা বোর্ডটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে উত্তর আমেরিকা, কানাডা এবং গ্রিনল্যান্ডকে একটি মার্কিন পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখ রেখাকে চিত্রিত করেছে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্সের মতে, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে।
বার্তায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আপনি গ্রিনল্যান্ডে কী করছেন তা আমি বুঝতে পারছি না এবং দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের পরে জি-সেভেন দেশগুলোর একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানান তিনি।
ম্যাক্রোঁ আরও বলেন, প্রস্তাবিত জি-সেভেন বৈঠকে রাশিয়াকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। ক্রিমিয়াকে সংযুক্ত করার প্রতিক্রিয়ায় ২০১৪ সালে রাশিয়াকে জি-এইট থেকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়া ট্রাম্প আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেটিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বার্তা দেখা যাচ্ছে। ইমানুয়েল ম্যাক্রোঁর বার্তার স্ক্রিনশট প্রকাশের পর এটি পোস্ট করেন তিনি।
এই বার্তায় প্রেরকের জায়গায় মার্ক রুটের নাম দেখা যাচ্ছে। সেখানে সিরিয়ায় ট্রাম্পের কাজের জন্য রুটে তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন— গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। খবর বিবিসি
আজকালের খবর/বিএস