বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-cum-Computer Typist) পদে নিয়োগের লক্ষ্যে যে প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) অনুষ্ঠিত হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

গত ২৬ নভেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি; শুধুমাত্র ‘অনিবার্য কারণ’ (Unavoidable Circumstances) উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাতিল হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি (Revised Exam Schedule) পরবর্তী সময়ে অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে অধিদপ্তর বলেছে, নতুন তারিখ ও নির্দেশনাবলি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আমেরিকায় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
সুষ্ঠু নির্বাচনে মনোযোগ দেবে ইইউ: পর্যবেক্ষণ মিশনের প্রধান
৭ দিনে এলো রেমিট্যান্স আসলো ১১ হাজার কোটি টাকা
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শোকের আবহে মহীয়সীর প্রতি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মোশারফ হোসেন
জকসুতে শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের জয়
উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোসাব্বির হত্যা: কাওরান বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft