সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
১৪ বছরে চিলাহাটি ওয়েব ডটকম
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম
নীলফামারী জেলার প্রথম অনলাইন পত্রিকা  চিলাহাটি ওয়েব ডটকম এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে। গত ২০ ডিসেম্বর চিলাহাটি ডাকবাংলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া এবং সম্পাদকমণ্ডলীর সভাপতি তরিকুল আহসান ডাবলু প্রতিনিধিদের হাতে আইডি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল কাদের, ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল রকিব হোসেন রন, চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল বসুনীয়া, বোদা প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং উত্তরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চিলাহাটি ওয়েবের সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এ.কে. এম. শাহাদৎ হোসেনসহ গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট, শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা, চিলাহাটি সিনিয়র সাংবাদিক সম্মাননা, গুণীজন সম্মাননা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা, চিলাহাটির উন্নয়ন সম্ভাবনা সোশ্যাল মাধ্যমে তুলে ধরায় ক্রিয়েটর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, চিলাহাটি ওয়েব ডটকম প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। ভবিষ্যতেও এই অনলাইন পত্রিকা স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থে কাজ করে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিলাহাটি ওয়েব ডটকমের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
নির্বাচন কমিশন কোনো চাপে নেই: ইসি
সংখ্যালঘু-সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয় : অন্তর্বর্তী সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: আইনজীবীকে ইসি মাছউদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft