প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম

নিরাপত্তা-শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তার জবাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে আশ্বস্ত করেছে, ভারতে বাংলাদেশকে সব রকম নিরাপত্তা দিতে ব্যবস্থা নেবে আইসিসি।
আইসিসির কাছ থেকে মেইল পাওয়ার পর ভারতে বাংলাদেশ দল খেলতে যাবে কি না, তা নিয়ে আজ যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি সভা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ পরিচালকরা। সেই মিটিং শেষে বিসিবি জানিয়েছে, নিজেদের ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় তারা।
খেলোয়াড়দের দেওয়ার কথা বললেও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সাংবাদিক, ম্যাচ দেখতে যাওয়া ভক্তদের নিরাপত্তার বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি আইসিসি। তাই পূর্ণ নিরাপত্তার বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় আছেন বলে জানান বিসিবির সভাপতি আমিনুল। সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের আমিনুল বলেছেন, ‘আমরা আইসিসিকে নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিঠি দিয়েছি। কিন্তু খেলোয়াড়রা ছাড়াও তো এখানে সাংবাদিক, ভক্ত অনেকেই যাবেন সবার নিরাপত্তা চেয়ে তো চিঠি দিতে পারি না।
সবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে সিদ্ধান্তে বদল আসার কথা জানিয়েছেন আমিনুল। বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনারা জানেন যে যেকোনো বিদেশ সফরের আগে আমাদের সরকারের অনুমতি লাগে। সে ব্যাপারেই আমরা জানতে এখানে এসেছিলাম।
যদি খেলোয়াড় ও সবার নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।’
নিরাপত্তা ইস্যুতে আগে বলা হয়নি, কিন্তু এবার বলার কারণ হিসেবে আমিনুল বলেছেন, ‘আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপে খেলেছি কোনো দিন তো কিছু বলিনি। এবার নিরাপত্তা নিয়ে সমস্যা মনে হয়েছে। তাই আমরা আমাদের কথা তুলেছি।
আমরা আইসিসিকে বোঝাব। আমাদের উপদেষ্টা মহাদয় যেভাবে বললেন সেভাবে বোঝাব।
আজকালের খবর/বিএস