ভালো মানবিক শিক্ষার্থী ও আধুনিক মানসম্মত শিক্ষা প্রদানই লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণ করেছে গোলাম মোস্তফা মডেল স্কুল।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডেমরা থানাধীন বাঁশেরপুলে অবস্থিত স্কুল প্রাঙ্গণে এ পুরুষ্কার ও ফলাফল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: গোলাম মোস্তফা। এ ছাড়া ও উপস্থিত ছিলেন সহকারী প্রথম শিক্ষক জজমিয়া,রায়হান মিয়া,রোকসানা আনিস,বরকতউল্লাহ,আসফাকুর রহমান প্রমূখ।
এরআগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হয়।
বার্ষিক পরীক্ষায় প্রথম-তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিন স্কুলে উপস্থিত অভিভাবকদের অভিনন্দন জানান শিক্ষকরা।
উল্লেখ্য,গোলাম মোস্তফা মডেল স্কুলে মোট শিক্ষার্থী ১২ শত। আর শিক্ষকদের সংখ্যা ৩০ জন। ঢাকা -ডেমরা রোডের বাঁশেরপুল এলাকায় মনোরম ও সুন্দর পরিবেশে সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ঐতিহ্য বাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
আজকালের খবর/ এমকে