বুধবার ৭ জানুয়ারি ২০২৬
শহীদ হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কন্ঠস্বর, এক অনলবর্ষী ব্যক্তিত্ব এবং বক্তা। শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি। তাঁকে হারিয়ে আমরা হারিয়ে ফেলেছি এক অমূল্য সম্পদ, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রের এক উদীয় নক্ষত্র। 

শনিবার (২০ ডিসেম্বর) প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে শোক র‍্যালি পরবর্তী বক্তব্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ হাদি চলে গেছেন কিন্তু তাঁর চেতনা, তাঁর রক্ত কণিকা আমাদের মধ্যে রেখে গেছেন। গুলিতে আহত হওয়ার পরে সারা বাংলাদেশে শহিদ হাদির পক্ষে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে সেটাই প্রমাণ করে শহিদ হাদি লক্ষ হাদিকে জীবিত রেখে গেছেন। শহিদ হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার জন্য যে প্রতিশ্রুতি রেখে গেছেন, আমরা তা ধরে রাখবো। তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারব।

শহিদ ওসমান হাদির হত্যাকারীকে অচিরেই বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে তিনি অন্তর্বতী সরকারের নিকট দাবি জানান। 

বক্তব্য প্রদান অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আল্লাহ তায়ালা যেন শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাতকে কবুল করেন এবং শহিদ হাদির চেতনা যেন আমাদের মাঝে চিরজাগ্রত থাকে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আল্লাহ তায়ালা যেন শহিদ হাদিকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন, সেজন্য আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো।

সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠান শেষে শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান। 

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসাবে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বেলা পৌনে ১২ টার দিকে শোক র‌্যালি শুরু হয়। র‌্যালিটি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনের সামনের চত্বরে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক র‌্যলি এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft