বুধবার ৭ জানুয়ারি ২০২৬
সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান সিপিজে এশিয়ার
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ এএম
সাংবাদিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এশিয়া। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ জানায়।

বিবৃতিতে তারা বলেছে, ‘শুক্রবার ভোরে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সিপিজে। ওই ঘটনার সময় কয়েকজন সাংবাদিক কার্যালয়ের ভেতরে আটকা পড়েন, পরে তাদের উদ্ধার করা হয়।’

সিপিজে বলেছে, ‘তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ হামলার জন্য দায়ীদের শনাক্ত করে দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।’

সংস্থাটি উল্লেখ করেছে, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অপরিহার্য, আর সংবাদমাধ্যমে এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি সৃষ্টি করে।

রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ কাভার করার ক্ষেত্রে সিপিজে-এর নিরাপত্তা পরামর্শ:

এই নির্দেশিকায় ভিড়ের সহিংসতায় প্রভাবিত এলাকায় প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে।

তারা বলেছে, বিক্ষোভ ও বিভিন্ন জনসমাগম দ্রুতই বিপজ্জনক কিংবা সহিংস রূপ নিতে পারে। এসব কর্মসূচি কাভার করার সময় সাংবাদিকদের অবশ্যই পরিবেশ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং সম্ভাব্য ঝুঁকির জন্য আগেভাগে প্রস্তুত থাকতে হবে।

সিপিজে আরো জানিয়েছে, বিক্ষোভ ও নাগরিক অস্থিরতা কাভার করতে গিয়ে সাংবাদিকরা নজরদারি, গ্রেপ্তার কিংবা লক্ষ্যভিত্তিক হামলার শিকার হতে পারেন। তাই কোনো প্রতিবেদন অভিযানে যাওয়ার আগে যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম এবং যাতায়াত পরিকল্পনা প্রস্তুত রাখা জরুরি, যাতে ঝুঁকি কমানো যায়।

সংস্থাটির মতে, বিক্ষোভে জড়িত বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আগাম ধারণা নেওয়া এবং টিয়ার গ্যাস, সহিংসতা বা গ্রেপ্তারের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনসমাগমে ডিজিটাল ডিভাইস বহনকারী সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, কারণ এসব ডিভাইস ভেঙে যাওয়া, চুরি হওয়া বা জব্দ হওয়ার ঝুঁকি থাকে।

সিপিজে আরো জানিয়েছে, বিক্ষোভ, নাগরিক অস্থিরতা ও অনিশ্চিত জনসমাবেশ কাভারের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের সহায়তার জন্য তারা বিভিন্ন তথ্য ও নির্দেশনা সংকলন করেছে। তারা জোর দিয়ে বলেছে, যেকোনো প্রতিবেদন অভিযানের আগে সাংবাদিকদের ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করা উচিত, যাতে সম্ভাব্য হুমকি চিহ্নিত করে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা যায়।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft