বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার অগ্রগতি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি দেখেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেছেন। এদিকে স্বাস্থ্য সচিবের ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন– ছেলে ৪৯ হাজার ২৮, মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। প্রতিযোগিতা এবারও তীব্র, আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর অনুপাত অনেক বেশি।

নম্বর বণ্টন ও কাঠামো

লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন– জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০। ভুল উত্তরে কর্তন ০.২৫।

মোট আসন

সরকারি মেডিকেলে আসন ৫,৬৪৫—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেলে আসন ৭,৪০৬—যার মধ্যে এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে আসন ১৩,০৫১টি। এর মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।

পুনর্বিন্যাসে সরকারি ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, বাড়ানো হয়েছে তিনটিতে ৭৫টি– নিট হিসেব অনুযায়ী সরকারি আসন কমেছে ২৮০টি। বেসরকারি ৬৬ মেডিকেলে কমেছে আরও ২৯২টি আসন।

উল্লেখ্য, গত বছর এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা এক মাসেরও বেশি এগিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার
ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না: আসামের মুখ্যমন্ত্রী
বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft