২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার অগ্রগতি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি দেখেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেছেন। এদিকে স্বাস্থ্য সচিবের ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন– ছেলে ৪৯ হাজার ২৮, মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। প্রতিযোগিতা এবারও তীব্র, আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর অনুপাত অনেক বেশি।
নম্বর বণ্টন ও কাঠামোলিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন– জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০। ভুল উত্তরে কর্তন ০.২৫।
মোট আসন