প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ টেলিভিশন ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম, মহাব্যবস্থাপক নুরুল আজম, উপ মহাপরিচালক সৈয়দা তাসমিমা, প্রধান বার্তা সম্পাদক কামরুল ইসলাম, শিল্পী হাসান, বিটিভির প্রিভিউ কমিটির সদস্য সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেত, মাস্টার শাকিল, অঞ্জন রহমানসহ বাংলাদেশ টেলিভিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া মাহফিলে তারা তিনবারের প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আজকালের খবর/বিএস